মার্কিন নিষেধাজ্ঞার কবলে রুশ অ্যান্টি-ভাইরাস জায়ান্ট ক্যাসপারস্কি

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪

ক্রেমলিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো নিজ স্বার্থে ব্যবহারের রুশ সামর্থ্য ও অভিপ্রায় থাকার অভিযোগ অনেক পুরনো। এখন সেই ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনে রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তৈরি সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতবৃহস্পতিবার মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ওপর মস্কোর যে প্রভাব রয়েছে, তা মার্কিন অবকাঠামো ও পরিষেবার জন্য উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হতে পারে। এর পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনর্বিক্রয় ও পণ্যের লাইসেন্সিং ডাউনলোড পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হবে। নতুন এই নিষেধাজ্ঞা পরিকল্পনায় রাশিয়া-চীনের মতো প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে মার্কিন বিভিন্ন সংস্থা ও প্রযুক্তি সংস্থার মধ্যকার লেনদেন নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার জন্য ট্রাম্প প্রশাসনের তৈরি করা বিস্তৃত ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে আর সফটওয়্যার বিক্রি করতে বা আপডেট দিতে পারবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এ বিধিনিষেধ লঙ্ঘনকারীদের কঠোর জরিমানার আওতায় আনা হবে।

এদিকে মার্কিন নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়ার মতো কোনো কার্যকলাপে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ক্যাসপারস্কি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ক্যাসপারস্কির পণ্য ও পরিষেবার বিশ্বাসযোগ্যতা মূল্যায়নের পরিবর্তে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তাত্ত্বিক উদ্বেগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে আদালতে যাবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি দীর্ঘদিন থেকেই মার্কিন নিয়ন্ত্রকদের লক্ষ্যবস্তু হয়ে আসছে। বহুজাতিক এই প্রতিষ্ঠানটির সদর দপ্তরের অবস্থান মস্কোতে। তবে বিশ্বের ৩১টি দেশে এর কার্যালয় রয়েছে। বর্তমানে ২০টিরও বেশি দেশের ৪০ কোটির বেশি ব্যবহারকারী এবং ২ লাখ ৭০ হাজার কর্পোরেট গ্রাহককে নিয়মিত পরিষেবা দিচ্ছে ক্যাসপারস্কি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm