বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল অধ্যায় যেন ‘শেষ হয়েও হচ্ছে না শেষ’। হঠাৎ করেই উঠে আসেন আলোচনায়। এবারো তার ব্যতিক্রম নয়, আড়ালে থাকা তামিমকে আলোচনায় এনেছে বিসিবি। ভারত বিশ্বকাপে না রাখলেও তাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় বোর্ড।
আগামী বছর পাকিস্তানে বসবে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির আসর। আগে থেকে গুঞ্জন ছিল সেই আসর দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম। সেই গুঞ্জন আরো বাড়িয়ে দেন জালাল ইউনুস। বিসিবির বড় কর্মকর্তা দাবি করেন বোর্ড থেকে প্রস্তাব দেয়া হয়েছে তামিমকে।
সেই আসরে তামিম খেলবেন কি না তা এখনো নিশ্চিত না। প্রস্তাব দিলেও এখনো তামিমের উত্তর পায়নি বিসিবির অপারেশন্স কমিটি। তাই তামিম ফিরবেন কি না তা নিয়ে সন্দিহান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি, তামিমের সাথে এই নিয়ে আলোচনার কথা থাকলেও এখনো বসা হয়নি।
রোববার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি বস বলেন, ‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সাথে।’
পাপন আরো বলেন, ‘এর আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে, আসো। তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসব। তারপর যেদিন বিপিএল শেষ হলো তখম একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি।’
এই সময় বিসিবি সভাপতি গর্বিতভাবেই সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, ‘তারা বেশিদিন ন্যাশনাল টিমে থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।’