জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে রাজধানীতে আয়োজিত শহীদি মার্চ থেকে ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন। সন্ধ্যায় র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দফা দাবি পেশ করেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
দাবির মধ্যে আছে-
১.গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
২.শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে।
৩.প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
৪.গণভবনকে কে জুলাই স্মৃতি যাদুঘর ঘোষণা করতে হবে।
৫.রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।