ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনসিয়েটিভ প্রোগ্রামের আওতায় চুক্তিবদ্ধ হয়েছে নেপাল। ২০১৭ সালে প্রাথমিকভাবে তাদের মধ্যে চুক্তি হয়েছিল। বুধবার পূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, নেপাল ও চীন ‘আজ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ফ্রেমওয়ার্ক স্বাক্ষর করেছে’।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চার দিনের সফরে বেইজিংয়ে যান। জুলাইয়ে শপথ গ্রহণের পর এটা তার প্রথম বিদেশ সফর। এ সফরের মাধ্যমে শপথ গ্রহণের পর নয়াদিল্লি না যাওয়ার ঐতিহ্য ভেঙেছেন কে পি শর্মা। এই সফরেই চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ফ্রেমওয়ার্ক স্বাক্ষর হয়েছে।

এদিকে তাৎপর্যপূর্ণভাবে ভারতকে এড়িয়ে চীনের সাথে এই চুক্তিকে ঘিরে নানা প্রশ্ন উঠছে।

চীন ও নেপালের মধ্যে হওয়া চুক্তির মধ্যে প্রজেক্টের পরিকল্পনা, আর্থিক সহায়তা করা, রাস্তার উন্নয়ন ও নতুন করে পরিবহনের ব্যবস্থা করার মতো বিষয়গুলো রয়েছে।
সূত্র : রয়টার্স

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm