সাকিবের স্বরূপে ফেরার অপেক্ষা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ দেখেছেন

চার ম্যাচে সর্বোচ্চ রান ১৫। উইকেট মাত্র একটি। বঙ্গবন্ধু টি ২০ কাপে নিজেকে খুঁজে পাননি সাকিব আল হাসান।

এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকার কোচ খালেদ মাহমুদ মনে করেন, দ্রুত সাকিব নিজের সেরাটায় ফিরবেন।

কাল মিরপুর একাডেমি মাঠে খালেদ মাহমুদ বলেন, ‘সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরল। সে নম্বর ওয়ান অলরাউন্ডার। ব্যাট হাতে তাকে সেভাবে দেখিনি। বল হাতে ভালো বল করছে।’

তিনি বলেন, ‘ব্যাট হাতে তার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। আমি বিশ্বাস করি, সে কামব্যাক করবে। হয়তো সময় নিচ্ছে।’

মুশফিকুর রহিমের ঢাকা টানা তিন ম্যাচে হারের পর জিতেছে। খালেদ মাহমুদ বলেন, ‘এখনও ছেলেরা প্রত্যাশা পূরণ করতে পারেনি। চার ম্যাচে মাত্র একটা জয়। তারপরও আমি ওদের ওপর আস্থা রাখতে চাই। আমি ছেলেদের মধ্যে প্রতিভা দেখেছি। তাদের সামর্থ্য আছে।’

ঢাকার প্রতিপক্ষ আজ খুলনা। সাকিবের ফর্ম নিয়ে চিন্তা করছেন না খুলনার সহকারী কোচ আফতাব আহমেদ। তিনি বলেন, ‘একটা বছর গ্যাপ ছিল। সেখান থেকে ফিরে শতভাগ পাওয়া কঠিন। সাকিব চেষ্টা করছে। ম্যাচে ফিরেছে। বাকি চার ম্যাচে হয়তো সে ভালো কিছু করবে।’ তিনি বলেন, ‘সবাই জানেন সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। আশা করি, পরের ম্যাচে সে ভালো করবে।’

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm