ভোলা জেলার সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরামের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ১০১৫ দেখেছেন

 

ছবিঃ হোটেল গোল্ডেন চিমনির সামনে ব-দ্বীপ ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দু

সাউথ বাংলা টিভি, ষ্টাফ রিপোর্টার ।।

ভোলা জেলার সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরামের আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয়  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৫ জানুয়ারী শুক্রবার রাজধানীর বাংলামঠরে হোটেল গোল্ডেন চিমনিতে কুরাআন তিলওয়াতের মধ্যে দিয়ে সংগঠনের বার্ষিক সম্মেলন আনুষ্টিত হয়। সম্মেলনের  শুরুতে কুরআন তিলাওয়াত করেন  তানজিল সানি। এ সময় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুর্ব কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন উপনির্বাচনী কমিটি গঠন করে এ কমিটি গঠন করা হয়।

এতে আগামী ১ বছরের জন্য জিলন রহমান সভাপতি এবং মহিউদ্দিন পলাশ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি  পূর্ণাঙ্গ গঠন করা হয়।

সভাপতিঃ জিলন রহমান

ছবিঃ সাধারন সম্পাদক মহিউদ্দিন পলাশ

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইন্জিঃ হুমায়ুন ,সহ-সভাপতি মিজানুর রহমান মহিউদ্দিন  যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মো. হোসেন ফিলিবস, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আব বকর সিদ্দিকী রাসেল

এছাড়া, সাংগঠনিক সম্পাদক মো. ফুয়াদ আল হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, সহ- সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রাশেদ, কোষাধক্ষ্য মীর মোশাররাফ অমি, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন,  প্রচার সাধারণ সম্পাদক হোসনা মোবারক সৌরভ, সমাজ কল্যান সম্পাদক অভি নিরব, মহিলা বিষয়ক সম্পাদক কেয় চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আমির হাসান মাসুদ, প্রকাশনা  সম্পাদক গৌতম পাল, সহ- প্রকাশনা  সম্পাদক আমিনুল আরমান ইফতি, আইটি বিষয়ক সম্পাদক বায়েজিদ খান,ও

সদস্য তানজিল সানি, সদস্য শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য মহমুদুল হাসান রিয়াজ, নির্বাচিত হন।

 

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm