গত বছরের শেষটা বলিউড উত্তাল ছিল ‘অ্যানিমেল’ ইস্যুতে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিটি প্রবলভাবে নারীবিদ্বেষী—এই বক্তব্য ছিল সমালোচক থেকে শুরু করে অনেক দর্শকের। বক্স অফিসে ব্যবসা করলেও রণবীর কাপুর অভিনীত ছবিটি তাই বারবার প্রশ্নের মুখে পড়েছে। তবে হিন্দি সিনেমার প্রখ্যাত পরিচালক অনুরাগ কশ্যপ অবশ্য নির্মাতা সন্দীপ রেড্ডির পাশে দাঁড়িয়েছেন।
কিছুদিন আগেই এক পোস্টে তিনি বলেছেন, ‘অ্যানিমেল’-এর প্রভাব আরও কয়েক বছর পর দর্শক বুঝতে পারবেন। তবে ‘অ্যানিমেল’ ছবিকে সমর্থন করে বক্তব্য দেওয়ায় নিজের মেয়ে আলিয়া কশ্যপের তোপের মুখে পড়েছেন অনুরাগ। খবর বলিউড হাঙ্গামার।
‘অ্যানিমেল’-এর সাফল্যের পর পরিচালক সন্দীপের সঙ্গে দেখাও করেছিলেন অনুরাগ কশ্যপ। এই ছবিকে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ‘গেম চেঞ্জার’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।
সে সময় অনুরাগ ছবিটির পাশে দাঁড়িয়েছেন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। আর এবার ‘অ্যানিমেল’-এর পাশে দাঁড়ানোয় বাবা অনুরাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কন্যা আলিয়া। সম্প্রতি নিজের পডকাস্টে অনুরাগকে আমন্ত্রণ জানিয়েছিলেন আলিয়া। যেখানে বাবার সামনেই আলিয়া জানান, ‘অ্যানিমেল’ ছবিটি তাঁর বিন্দুমাত্র পছন্দ হয়নি।
আলিয়া বলেন, তিনি ছবিটি দেখার পর বাবার কাছেই সমালোচনা করেছিলেন। বলেছিলেন, এই ছবিকে তাঁর ভয়ংকর ও নারীবিদ্বেষী বলে মনে হয়েছে। সে সময় তাঁর পরিচালক বাবা অনুরাগ নাকি মেয়ের কথায় একমতও হয়েছিলেন। তবে এর ঠিক এক সপ্তাহের মধ্যেই অনুরাগ আবার ‘অ্যানিমেল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করে ছবি পোস্ট করেন।
নিজের পডকাস্টে আলিয়া বাবার সামনেই সরাসরি অভিযোগ তুলে বলেন, ‘ওই পোস্ট ও ক্যাপশন, যেখানে তুমি ওই পরিচালকের হয়ে প্রচার করেছ, তাতে আমি একেবারেই খুশি হইনি। আমি যখন ছবিটি দেখি, তখনই তোমাকে বলেছিলাম, কী একটি ভয়ংকর সিনেমা এটা। এ ধরনের ছবিকে আমি ভীষণ ঘৃণা করি। তখন তো তুমি আমার সঙ্গে একমতও ছিলে! এর ঠিক এক সপ্তাহ পর যখন আমি ইনস্টাগ্রাম খুলি, তখন ওই পোস্ট দেখলাম। এরপর আমি বিভ্রান্ত হয়ে যাই!’
অনুরাগ বলেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো ক্যারিয়ারের একটা পর্যায় এসে তিনি বাতিল পরিচালক হয়ে গিয়েছিলেন। তাই তিনি জানেন, এ সময় কতটা একাকিত্ব বোধ হতে পারে। মেয়ে আলিয়ার উদ্দেশে অনুরাগ আরও বলেন, ‘তুমি তখন অনেক ছোট, যখন তোমার বাবার গায়ে বাতিল নির্মাতার তকমা লাগে। “দেব ডি” মুক্তির পর আমাকেও লোকজন প্রত্যাখ্যান করেছিল। তখন আমিও ছিলাম অস্পৃশ্য। লোকে তখন আমার ছবি নিয়েও বলেছিলেন, কী একটা নারীবিদ্বেষী সিনেমা! এমনকি “গ্যাংস অব ওয়াসেপুর” সম্পর্কেও আমাকে একই কথা শুনতে হয়েছিল। আমি দেখেছি, লোকজন আসলে কাউকে আক্রমণ করতে এ ধরনের একটা পন্থা খোঁজে আসলে।’
সন্দীপ রেড্ডির সঙ্গে দেখা করা প্রসঙ্গে অনুরাগ আরও বলেন, ‘আমিও সন্দীপের সঙ্গে দেখা করেছি, লোকটাকে আমার ভালো লেগেছে। আমার নিজের কিছু প্রশ্ন ছিল। আমিই তাঁকে আমন্ত্রণ করেছিলাম। তাঁর সঙ্গেই ছবিটি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। টানা পাঁচ ঘণ্টা আমরা আড্ডা দিয়েছি।’