ঋণের সুদহার ও ডলারের দাম বৃদ্ধি, হিসাব মিলছে না উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ডলারের দাম ও ঋণের সুদহার ইতোমধ্যে বেড়েছে। বাজারভিত্তিক করার কারণে আগামী দিনে ডলারের দাম এবং ঋণের সুদহার আরও বাড়বে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আমদানি ব্যয় এবং পণ্যের উৎপাদন খরচ। এ কারণে শিল্প বা ব্যবসা-বাণিজ্যের ছোট-বড় প্রকল্প বাস্তবায়ন আর আগের ছকে নেই। এ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। পারছেন না হিসাব মেলাতে। খরচ বাড়ায় বৃদ্ধি পাচ্ছে পণ্যের দাম। এদিকে পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে মানুষের আয় বাড়ছে না। ফলে বাধ্য হয়ে চাহিদা কাটছাঁট করতে হচ্ছে। করোনার পর থেকেই অর্থনৈতিক মন্দায় ভোক্তারা ভুগছেন। পণ্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকল থেকে এ মুহূর্তে উপশম পাওয়ার কোনো উপায় মিলছে না। বিদ্যমান পরিস্থিতিতে ঋণের সুদহার ও ডলারের দাম বাড়লে তা ভোক্তাকে আরও ভোগাবে।

বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দায় আড়াই বছরে ডলারের দাম ৮৫ থেকে বেড়ে ১১৮ টাকা হয়েছে। কিন্তু আমদানিতে এ দামে ডলার মিলছে না। আমদানির দায় মেটাতে আগাম ডলার কিনতে হচ্ছে ১২৫ থেকে ১২৯ টাকায়। এ হিসাবে ওই সময়ে গড়ে ডলারের দাম বেড়েছে ৩৮ দশমিক ৮২ থেকে ৫১ দশমিক ৭৬ শতাংশ। এর প্রভাবে সব ধরনের পণ্য ও সেবার দাম বেড়েছে।

এর মধ্যে সর্বশেষ ৯ মে থেকে ডলারের দাম এক লাফে ৮ টাকা বেড়ে ১১০ থেকে ১১৮ টাকা হয়েছে। এতে আমদানি খরচ যেমন বাড়ছে, তেমনই উৎপাদন খরচও বাড়বে। একই সঙ্গে কমে গেছে টাকার মান। এতে ভোক্তার ওপর চাপ বাড়বে। এই ধকল এখনো ভোক্তার ওপর পুরোপুরি আসেনি। ধীরে ধীরে আসতে শুরু করেছে। এ ধকল আসার আগেই আরও একটি দুঃসংবাদ পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দামে যে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করেছে, তা সাময়িক। এ পদ্ধতি বাজারের সঙ্গে সমন্বয় করার পর ডলারের দামকে পুরোপুরি বাজারভিত্তিক করা হবে। আগের পদ্ধতি থেকে ‘ক্রলিং পেগ’ চালু করার সময় এক লাফে ডলারের দাম বাড়ানো হয়েছে ৮ টাকা। ক্রলিং পেগ থেকে বাজারভিত্তিক করা হলে দাম কত বাড়বে, সেটি নিয়ে এখন চিন্তিত উদ্যোক্তারা। কারণ, ব্যবসায়ীদের আমদানির ওপর নির্ভর করতে হয়। ডলারের দাম বেড়ে গেলে তাদের আমদানি খরচও বেড়ে যায়। ডলারের দাম ৮ টাকা বাড়ার ধকল এখনো বাজারে সমন্বয় হয়নি। এখন আবার দাম বৃদ্ধির আগাম বার্তা পাওয়া যাচ্ছে। এতে ব্যবসায় কোনো পরিকল্পনা করা যাচ্ছে না।

এর আগে ২০২১ সালের জুনে ডলারের দাম ছিল ৮৫ টাকা, ২০২২ সালের জুনে ৯২ টাকা, ২০২৩ সালের জুনে ৯৫ এবং সেপ্টেম্বরে হয় ১১০ টাকা। ৯ মে থেকে তা বেড়ে হয়েছে ১১৮ টাকা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ডলারের এখনকার দাম প্রকৃত বিনিময় হারের প্রায় সমান। ফলে বাজারভিত্তিক হলেও ডলারের দাম আর বেশি বাড়ার সুযোগ নেই।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ডলারের দাম বাড়ানোর একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি দরকার। যেটি বাজারের সঙ্গে সয়ে সয়ে কাজ করবে। হঠাৎ ৭-৮ টাকা দাম বাড়ানো হলে বাজারে নেতিবাচক বার্তা যায়। অনেকেই মনে করতে পারেন ডলারের সংকট হয়তো খুব বেশি। এতে বাজারে গুজব তৈরি হয়, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। ডলারের দাম ধীরে ধীরে বাড়ানো হলে বাজারে এর খুব বেশি নেতিবাচক প্রভাব পড়ে না। একসঙ্গে বেশি বাড়ানোর ফলে রপ্তানিকারক ও প্রবাসীরা কিছুটা উপকৃত হবেন। কিন্তু আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন। মনে রাখতে হবে, বাংলাদেশের আমদানি অনেক বেশি। এছাড়া বৈদেশিক দায়-দেনাও রয়েছে।

তিনি আরও বলেন, ডলারের দাম একসঙ্গে বেশি বাড়ালে বাজারে আরও একটি নেতিবাচক বার্তা যায়, অনেকেই মনে করতে পারেন, ডলারের দাম আরও বাড়বে। তখন রপ্তানিকারক ও প্রবাসীরা রেমিট্যান্স বাড়ানোর গতি কমিয়ে দিতে পারেন।

এদিকে ১ জুলাই থেকে ঋণের সুদহারের করিডর ঘোষণা করা হয়েছে। সরকারের ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের ভিত্তিতে ঋণের সুদ নির্ধারিত হয়েছে। ওই সময়ে ঋণের সুদ ৯ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৫৫ শতাংশে উঠেছে। ৯ মে থেকে এ পদ্ধতি বাতিল করে ঋণের সুদ বাজারভিত্তিক করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো ঋণ বিতরণের তহবিল ও চাহিদার ওপর ভিত্তি করে সুদহার নির্ধারণ করবে। এ ঘোষণার পর এখন ব্যাংকগুলো নতুন করে সুদহার নির্ধারণ করছে। বিভিন্ন ঋণের সুদহার নির্ধারণ করে তা পর্ষদ সভায় অনুমোদনের পর জুন থেকে কার্যকর করবে। তখন সুদহার আরও বেড়ে যাবে। বাণিজ্যিক ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ব্যাংকগুলো এখন তারল্য সংকটে ভুগছে। এ সংকট মেটাতে এখন চড়া সুদে আমানত নেবে। ফলে বাধ্য হয়ে ঋণের সুদ বাড়াতে হবে। বিশেষ করে ভোক্তা ঋণের সুদ বেশি বাড়বে। এ হার ১৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে মৌখিকভাবে বলা হয়েছে, ঋণের সুদহার উৎপাদন ও কৃষি খাতে যাতে বেশি না বাড়ানো হয়।

বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর বলেছেন, নতুন ব্যবস্থায় ঋণের সুদহার বেশি বাড়বে না। এ হার ১৪ শতাংশের মধ্যে সীমিত থাকবে।
জুলাইয়ের আগে উৎপাদন খাতে ঋণের সুদহার ছিল ৮ শতাংশ। এখন তা বেড়ে রপ্তানি ও কৃষিতে ১২ দশমিক ৫৫ শতাংশ এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পে ১৩ দশমিক ৫৫ শতাংশ হয়েছে। এ হিসাবে সুদ বেড়েছে ৪ দশমিক ৫৫ থেকে ৫ দশমিক ৫৫ শতাংশ। বাজারভিত্তিক করায় আগামী দিনে এ হার আরও কিছুটা বাড়তে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে এসব ঋণের সুদহার এর মধ্যেই রাখার জন্য।

সূত্র জানায়, ডলারের দাম ও ঋণের সুদহার বাড়ার কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এর সঙ্গে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। ফলে বাধ্য হয়ে উদ্যোক্তারা পণ্যের দাম বাড়াচ্ছেন। এতে অন্যান্য পণ্যের দামও বেড়ে যাচ্ছে। ফলে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ছে। খাদ্য মূল্যস্ফীতির হার আবার ডবল ডিজিটে এসেছে। সাম্প্রতিক সময়ে ঋণের সুদহার ও ডলারের দামের প্রভাব বাজারে এলে মূল্যস্ফীতিতে আরও চাপ বাড়বে। এবার দুদিক থেকে মূল্যস্ফীতিতে চাপ বাড়বে। একদিক হচ্ছে ডলারের দাম বাড়ার কারণে টাকার মান কমে যাওয়া এবং দ্বিতীয় দিক হচ্ছে ডলারের দাম ও ঋণের সুদ বাড়ায় পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে।

এদিকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়েও উদ্যোক্তারা চিন্তিত। মূল্যস্ফীতির হার বাড়ার কারণে ব্যবসায় খরচ বেড়ে যাচ্ছে। ভোক্তার ক্রয়ক্ষমতা কমায় পণ্যের বিক্রি কমে গেছে। ফলে উৎপাদনও কমাতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। চড়া দামেও ডলার মিলছে না। ফলে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছেন না। অর্থনৈতিক অস্থিরতার কারণে বিদেশি উদ্যোক্তারাও দেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। ফলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমছে। ২০২১-২২ অর্থবছরে দেশে এফডিআই এসেছিল ১৮৩ কোটি ডলার। গত অর্থবছরে এসেছে ১৬৫ কোটি ডলার। এক বছরে বিনিয়োগ কমেছে প্রায় ১০ শতাংশ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm