মেয়েকে কলেজে ভর্তি করতে না পারায় দুনিয়াকে বিদায় জানালেন বাবা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪

কিশোরগঞ্জে অর্থাভাবে মেয়েকে শহরের কলেজে ভর্তি করতে না পেরে বৃহস্পতিবার বিকালে আনোয়ার হোসেন (৪২) নামে এক আটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।

তিনি মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের মেয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় রংপুর কলেজে ভর্তি হতে চায়। তবে অর্থাভাবে আনোয়ার তার মেয়েকে শহরের কলেজে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

পরে বৃহস্পতিবার বিকালে আত্মহত্যা করেন আনোয়ার।

ওসি পলাশ চন্দ্র মণ্ডল জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm