দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর কিছুটা দুশিন্তায় নিশ্চয়ই পড়েছিল ইংল্যান্ড।সেমিফাইনালের টিকেট নিশ্চিতে যুক্তরাষ্ট্রের পক্ষে জয়ের বিকল্প ছিল না ইংলিশদের।তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধুই জয় পায়নি,ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সবার আগে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকেট।
ব্রিজটাউনে আগে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্র জর্ডান-রশিদদের বোলিং তোপে ১১৫ রানেই অলআউট হয়ে যায়।এরপর শুধু দেখার বাকি ছিল ইংলিশরা কত জুতা লক্ষ্যে পৌঁছাতে পারে। গ্রুপে সবার উপরে উঠতে ইংলিশদের জয়ের প্রয়োজন ছিল ১২ ওভারের মধ্যে।তবে জস বাটলার ও ফিলিপ সল্টের বিস্ফোরক ব্যাটিংয়ে ইংল্যান্ড ম্যাচ শেষ করে ৯.৪ ওভারে ১০ উইকেট হাতে রেখেই।
দাপুটে জয়ের ফলে ইংলিশদের রানরেট(+১.৯৯২) এখন দক্ষিণ আফ্রিকার(+০.৬২৫) অনেক উপরে।অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এখনও দুই পয়েন্টে অবস্থান করল তাদের রান রেটও(+১.৮১৪) বেশ ভালো। টানা দুই ম্যাচ জিতলেও তাই শেষ ম্যাচে হারার সুযোগ নেই প্রোটিয়াদের।ফলে কাল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে।
তবে বড় জয়ে সব অনিশ্চয়তা কাটিয়ে সবার আগে সেমিফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।