অবিলম্বে নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ সৌদি আরবের

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

সৌদি আরব তার নাগরিকদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে। ইসরাইল এবং লেবানন-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এ নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার এ বিষয়ে এক বিবৃতি জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বৈরুতে সৌদি দূতাবাস জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননের অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি আরব তার নাগরিকদের দেশে ভ্রমণ এড়াতে এবং ইতোমধ্যে অবস্থানরতদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে, জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা এবং কুয়েত একই রকম সতর্কতা জারি করে।
সূত্র : টাইমস অব ইসরাইল

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm