ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পার্কে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। সোমবার বিকালে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকাস্থ আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তার প্রেমিকের নামে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ওই প্রেমিকের নাম মোহাম্মদ ইমরান ইসলাম। তিনি আশুলিয়া থানার আশুলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, ইমরানের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক। আমি সরল বিশ্বাসে সোমবার বিকাল ৫টার দিকে তার সঙ্গে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকাস্থ আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে বেড়াতে আসি। এরপর সে ওই রিসোর্টের একটি কক্ষে আমাকে নিয়ে যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ লুটে নেয়।
পরে তাকে একা রেখেই অভিযুক্ত পালিয়ে যায় অভিযোগ করে ভুক্তভোগী বলেন, সে তার হীন মনবাসনা চরিতার্থ করে আমাকে একা রেখেই ওই রিসোর্ট থেকে চলে যায়। আমি নিরুপায় হয়ে ধামরাই থানায় এসে তার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তার সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচার চাই। যা দেখে সমাজের অন্য দশটা ছেলেমেয়ে যেন এমন পরিস্থিতির শিকার না হয়।
এ বিষয়ে আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পার্কে বিভিন্ন বয়সের মানুষই চিত্ত বিনোদনের জন্য বেড়াতে আসেন। যারা রিসোর্টের রুম ভাড়া নেয়, তারা স্বামী-স্ত্রীর পরিচয়েই ভাড়া নেয়। এতে আমাদের কি করার আছে? এখান থেকে চলে যাওয়ার পর বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়। কিন্তু কেউ রিসোর্টে থাকাকালীন আমাদের কাছে কোনো প্রকার অভিযোগ করে না। কাজেই আমরা এ বিষয়ে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারি না।
এদিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ডিউটি অফিসার এএসআই হারুনুর রশিদ বলেন, আলাদিন পার্কে প্রেমিক কর্তৃক প্রেমিকা কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।