কুয়াকাটায় ফ্রেন্ডস পার্ক ইন নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ হোটেলটির তৃতীয় তলার সি-৫, রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে জুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।
এ সময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট ও খাবার আলামত হিসেবে জব্দ করা হয়।
জিহাদের বাড়ি ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টায় জিহাদ ওই হোটেলে এসে রুম ভাড়া নেন। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। সোমবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় প্রাথমিক সুরাতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেয়া হয়েছে।
এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।