আগামী ৩ আগস্ট চলমান গাজা যুদ্ধের ৩০০ দিন পূর্ণ হবে। এ উপলক্ষ্যে দলটির রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। তিনি এ দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।
হামাস প্রধান বলেন, আগামী ৩ আগস্ট নাৎসি-জায়নবাদী দখলদারিত্বের চালানো গণহত্যার ৩০০তম দিন পূর্ণ হবে। আমি আশা করি, এই দিনটি হবে আমাদের জন্য একটি বিশেষ দিন। আরব বিশ্বসহ ইসলামী বিশ্ব ও সকল মুক্ত স্বাধীন মানুষের কাছে আমরা আশা করব যে তারা এদিন গাজাবাসী ও ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরকে সমর্থন দেবে। সে হিসেবে ৩ আগস্টকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করবে।
তিনি আরো বলেন, আমাদের জনগণ ও বন্দীদের বিরুদ্ধে ইসরাইলের এ আগ্রাসনে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। এর সরাসরি সমর্থন দিচ্ছে মার্কিন প্রশাসন। একইসাথে ইসরাইলকে তারা সাহায্য-সহযোগিতাও করে যাচ্ছে। এ বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের ব্যর্থতায় আমরা এমন আহ্বান জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর