লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় হামাসের এক নেতা ও তার সঙ্গী নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৯ আগস্ট) দক্ষিণ লেবাননের গভীরে সিডনের পূর্ব প্রবেশপথে একটি শেভ্রোলেট চার চাকার গাড়িতে এ হামলা চালায় ইসরাইল।
নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রগুলো জানিয়েছে, গাড়িটিতে একটি ইসরায়েলি ড্রোন দুটি এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে হামাস নেতা সামের আল-হাজ এবং অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন, যার পরিচয় এখনো অজানা।
গত সপ্তাহে ইসরাইল হিজবুল্লাহর জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ফুয়াদ শোকোরকে হত্যার পর লেবাননে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ প্রতিশোধের হুমকি দিয়েছেন।
সূত্র : ইউএনবি