ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে ‘প্রতিরোধ সপ্তাহ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সারাদেশে জাতীয় বীরদের শাহাদাতের স্থানগুলোর দিকে রোড মার্চও কর্মসূচির মধ্যে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দাবি চারটি হলো-
১. ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো ‘গণহত্যার’ জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য শিগগিরই সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সূত্র : ইউএনবি