শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান প্রধান নাজমুল হাসান পাপন বিদেশে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে জনমনে প্রশ্ন, নতুন সভাপতি হচ্ছেন কে? যদিও চাইলেই বদল আনা যায় না বোর্ডে। তবুও বেশ কয়েকজনকে সামনে রেখে আলোচনা এখন তুঙ্গে।
এখন পর্যন্ত চারজনের নাম সামনে এসেছে। খ্যাতিমান ক্রীড়া সংগঠক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও নাম আছে সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক, সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের। নাম আছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের।
নাজমুল আবেদিন ফাহিম
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা কোচ বলা হয় তাকে। বিকেএসপিতে কাজ করেছেন টানা ১৭ বছর। এরপর ২০০৫ সালে যোগ দিয়েছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে।
তবে বড় ভুলটা ছিল, আপস করতেন না তিনি। যা ভালো লাগেনি বিসিবির। ক্রমশ ছোট করা হয় তার কাজের পরিধি। গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে মেয়েদের ক্রিকেটে যেতে হয়। কিন্তু সাফল্য আসে সেখানেও, নারী এশিয়া কাপ জিতে বাংলাদেশ। কিন্তু এক সময় সব দায়িত্ব তুলে নেয়া হয় তার হাত থেকে।
তাই বিসিবি ছেড়ে চলে এসে যোগ দেন ফের বিকেএসপিতে। তবে তার আপসহীনতা রয়ে গেছে আগের মতোই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি নেমেছিলেন রাজপথে। বয়সকে দূরে ঠেলে প্রায় প্রতিদিনই সরব দেখা গেছে তাকসৈয়দ আশরাফুল হক
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী সংগঠকদের একজন আশরাফুল হক। ক্রিকেটার হিসেবেও স্মরণীয় একজন, তার সময়েই প্রথম আইসিসি ট্রফি জেতে বাংলাদেশ। তবে সংগঠক হিসেবে তার ভূমিকা বিস্তৃত। বিসিবির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আশরাফুল।
বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির অন্যতম রূপকার তিনি। আইসিসিতেও ছিল তার আধিপত্য। দীর্ঘদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাও ছিলেন তিনি। যদিও ২০১৫ সালে থেকে অনেকটা অবসর জীবন কাটাচ্ছেন আশরাফুল।
ফারুক আহমেদ
বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে যে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের একজন ফারুক আহমেদ। জাতীয় দকের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক তিনি।
তার সময়েই ক্রিকেটের সেরা সময়টা দেখে বাংলাদেশ। ২০১৫-১৬, যেই দু’বছরকে বলা হয় সোনালী সময় তখনকার প্রধান নির্বাচক ছিলেন ফারুক। তবে এরপর তার কাজে হস্তক্ষেপ করতে শুরু করেন বিসিবি সভাপতি পাপন ও প্রধান কোচ হাথুরুসিংহে। যা তার ভালো লাগেনি।
আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশের ক্রিকেটে তার নামটা লেখা আছে স্বর্ণাক্ষরে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। যদিও ফর্মে থাকার পরেও বাদ পড়ায় অভিমান করে অবসর নেন তিনি। চলে যান অস্ট্রেলিয়ায়। তবে ক্রিকেট ছাড়েননি, কোচ হিসেবে যোগ দেন আবাহনীতে।
এরপর অনেকটা নীরবে নিভৃতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর আইসিসি থেকে লেভেল টু কোচিং প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেন আইসিসির অধীনেই। প্রথমে এশিয়ান ক্রিকেটের ডেভেলপমেন্ট অফিসার, এরপর হয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার।