ইমরান-বুশরা ১৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

তোষাখানা নিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নতুন মামলায় ১৫ দিনের বিচার বিভাগীয় রিমান্ডে পাঠিয়েছে পাকিস্তানের জবাবদিহিতা বিষয়ক আদালত। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এ মামলার শুনানি করেন বিচারক নাসির জাভেদ রানা। একই সঙ্গে ইমরান ও তার স্ত্রীকে আগামী ২রা সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি। ১০ দিনের রিমান্ড শেষে এই দম্পতিকে সোমবার আদালতে তোলা হয়।

৮ই আগস্ট এই রিমান্ড মঞ্জুর করেছিল একই আদালত। মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর প্রশ্নের জবাবে অভিযুক্তরা লিখিত জবাব জমা দিয়েছেন। ইমরান খান ও তার স্ত্রীর পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন জহির আব্বাস চৌধুরী ও সালমান সফদার। ইমরান ও বুশরা দম্পতিকে ইদ্দত মামলায় ইসলামাবাদের জেলা ও সেশন কোর্টের বিচারক বেকসুর খালাস দেয়ার কয়েক ঘন্টার মধ্যে নতুন তোষাখানা মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার করে জবাবদিহিতা বিষয়ক ব্যুরো। অথচ খালাস পাওয়ার পর তাদের বিরুদ্ধে আর কোনো মামলা ছিল না। তারা নির্বিঘ্নে মুক্তি পেতে পারতেন। কিন্তু নতুন মামলা দেখিয়ে তাদেরকে আবার আটকে দেয়া হয়।

ইমরান খানের পক্ষ থেকে এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm