প্রায় চার বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। যদিও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর শুরু হচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বেলা ৩টায় অনুষ্ঠিত টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের একাদশে কোনো চমক রাখেনি বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারানোর লক্ষ্যে তাদের একাদশে রয়েছেন তিন পেসার। অন্যদিকে পাকিস্তান যে পুরো পেসনির্ভর দল নিয়ে নামবে সেটি আগেই জানা গিয়েছিল। দু’দিন আগে একাদশ ঘোষণা করেছিল স্বাগতিক শান মাসুদের দল।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘উইকেট আদ্র, যা পেস বোলারদের সহায়তা করবে। পেস ও অলরাউন্ডারদের নিয়ে আমাদের দলীয় কম্বিনেশন বেশ ভালো। এমনকি আমাদের প্রস্তুতিও ভালো। আমরা টেস্ট ম্যাচ কীভাবে খেলতে যাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমি সৌভাগ্যবান, অধিনায়কত্ব উপভোগ করছি এবং এজন্য ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা।’