পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। শুরুতেই ভেঙে দিয়েছে টপ-অর্ডার। দারুণ করছেন পেসাররা, দাঁড়াতে দেননি বাবর আজমকেও। সব মিলিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা হয়েছে চোখ ধাঁধানো। এবার সেই ধারা ধরে রাখতে পারলেই হয়।
শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। এরপরই জোড়া আঘাত আনেন শরীফুল ইসলাম। তাতেই ৮.২ ওভারে মাত্র ১৬ রান তুলতে ৩ উইকেট হারায় পাকিস্তান। ১০ ওভার শেষে আর কোনো উইকেট না হারালেও রান ২৯। সাইম আইয়ুব ১৪ ও সৌদ শাকিল ৬ রানে ব্যাট করছেন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ। খেলা শুরুর কথা ছিল বেলা ১১টায়। তবে ভেজা আউটফিল্ডের কারণে সাড়ে চার ঘণ্টা পিছিয়ে যায় খেলা শুরুর সময়। আটকে ছিল টসও। তবে অপেক্ষার প্রহর শেষে বেলা ৩টায় অনুষ্ঠিত হয় টস।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশী পেসারদের তোপে পড়েছে পাকিস্তান। ৩.৩ ওভারে শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন আবদুল্লাহ শফিককে (২)।
তবে পরপর ২ ওভারে আরো জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন শরিফুল। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান প্রথমে। লিটন দাসের ক্যাচ বানান ৬ রানে। পরের ওভারে ০ রানে ফেরান বাবর আজমকেও।