রিজওয়ান-শাকিলের সেঞ্চুরি, পাকিস্তানের ইনিংস ঘোষণা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল।

দলের হয়ে ২৩৯ বল মোকাবেলা করে ১১টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান।

২৬১ বল খেলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪১ রান করে আউট হয়ে যান সৌদ শাকিল। ৯৮ বলে ৪টি চার আর এক ছক্কায় ৫৬ রান করে ফেরেন সায়েম আইয়ুব।

বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন পেস বোলার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বুধবার শুরু হওয়া বৃষ্টিবিঘ্নিত টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ ও শরিফুলের গতির মুখে পড়ে দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। ১৬ রানে ওপেনার আব্দুল্লাহ শফিক, বর্তমান অধিনায় শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজম আউট হলে কোণঠাসা হয়ে যায় পাকিস্তান।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন সায়েম আইয়ুব, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজোয়ান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ কম সাড়ে চারশ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাবে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ। ১২ ও ১১ রানে অপরাজিত আছেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm