গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনে মৃত্যুর তালিকার বিষয়টি সঠিক নয় : ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনে মৃত্যুর তালিকা ফায়ার সার্ভিস করছে বলে দু-একটি গণমাধ্যম তথ্য প্রকাশ করেছে। এটি সঠিক নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, ফায়ার সার্ভিস মৃত্যুর বা নিখোঁজের কোনো তালিকা করছে না।

এ ধরনের সংবাদ পরিবেশন না করার জন্য তিনি অনুরোধ জানান।

তিনি জানান, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ফোন নম্বর ফায়ার সার্ভিসকে দিয়ে কোনো ভিকটিম পাওয়া গেলে তাদের জানানোর অনুরোধ করেছেন মাত্র।’

রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সূত্র : বাসস

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm