নারায়ণগঞ্জের টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় লাগা আগুন ২২ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নতি) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী টায়ার উৎপাদন কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তিনি জানান, মোট ১২০ জন দমকল কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং কারখানা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, স্থানীয়দের দাবি, সাবেক এমপি গাজী গোলাম দস্তগীরকে ছয় দিনের রিমান্ডে পাঠানোর খবর শুনে এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।

একপর্যায়ে মিছিলের একদল লোক কারখানায় ঢুকে যন্ত্রপাতি ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

রাত ৯টার দিকে কারখানার নিচতলায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm