মানুষের ভাগ্যোন্নয়নে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণ করা হবে : রেলপথ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ব্যয়ের তুলনায় আয় এবং মানুষের উপকার যথাযথ না হলে উন্নয়নেও হতাশা সৃষ্টি হয়। তাই ভবিষ্যতে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্যোন্নয়ন সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণ করা হবে। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশনে ব্রিফিংকালে একথা বলেন।

উপদেষ্টা বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় ৩৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু এর আউট ফুট সেই তুলনায় কতটুকু তা দেখার বিষয় রয়েছে। প্রকল্পটির ভাঙ্গা পর্যন্ত চালুর হওয়ার ৬ মাসের আয় থেকেই অনেক কিছু বুঝা যায়। কিভাবে এর সর্বোত্তম ব্যবহার করা যায়, তা দেখার জন্য রেল বিভাগকে নির্দেশ প্রদান করেন তিনি।

রেলপথ উপদেষ্টা বলেন, এসব শ্বেতহস্তী প্রকল্প সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টার সাথে আলোচনা করা হবে। তবে অতীতে ব্যাপারে এখন কিছু করার নেই, ভবিষ্যতে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে উপদেষ্টা আর বলেন, গ্যাস না থাকা সত্ত্বেও ৯ হাজার কোটি টাকায় খুলনার রুপসা বিদুৎ প্রকল্প গ্রহণ কতটুকু উপকারে আসবে। এসব প্রকল্প বিদেশী ঋণ নিয়ে করা হয়েছে। সুদে-আসলে ঋণ পরিশোধের ব্যাপার রয়েছে। এসব কারণেইতো মানুষের হতাশা। মানুষ বলছে, উন্নয়ন হয়েছে, কিন্তু উপকারে তো আসছে না।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm