যুবদল নেতা তুহিনের উদ্যোগে মিরপুরে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

মোঃ বায়েজিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

রাজধানী সহ সারাদেশে ব্যাপক আকার ধারণ করেছে এডিস মশাবাহী মরণব্যাধি ডেঙ্গু। বিশেষ করে ঢাকায় প্রতিনিয়তই কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন এই ভয়ানক মশার কামড়ে। তাই এলাকাবাসীকে সচেতন করতে নিয়মিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা তৌফিকুর রহমান চৌধুরী তুহিন। বিশেষ করে ঢাকা উত্তর সিটির ১২ নং ওয়ার্ড, পাইকপাড়া, আহম্মদপুর সহ আশপাশের এলাকা গুলোতে তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন।

এলাকার প্রতিটি গলি, বাসাবাড়ি, পরিত্যক্ত যায়গা, মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান সহ এমন কোনো যায়গা নেই, যেখানে তিনি পরিচ্ছন্নতা অভিযান করেননি। ব্লিচিং পাউডার, ডেটল স্প্রে, জীবানু নাশক নিয়ে রীতিমতো টিম করে জনসেবা মূলক কাজ করছেন তুহিন। যা মহল্লা সহ সকলের নজর কেড়েছে।

স্থানীয় কিছু ব্যক্তি বলেন,” সিটি করপোরেশন থাকা সত্ত্বেও সেবা পাচ্ছেন না এলাকার মানুষ। তাই পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে তৌফিকুর রহমান তুহিনের নিকট নামমাত্র স্প্রের অভিযোগ দেন জনসাধারণ। তাই নিজেই সরাসরি মাঠে থেকে স্থানীয়দের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন তুহিন। সরকার নেই, তাদের চামচারাও নেই। তাই কোনোরকম ঔষধ ছিটিয়ে সিটি করপোরেশন দায়িত্ব শেষ করছে। তাই আমরা বাধ্য হয়ে এলাকার নেতা হিসেবে তুহিন ভাইকে জানিয়েছি।”

স্থানীয়দের অভিযোগ মোতাবেক সরেজমিনে গিয়েও দেখা মেলে বাস্তব চিত্র। পাইকপাড়া, আহম্মদপুর, সালেহ উদ্দিন মার্কেট, বশিরউদ্দীন হাই স্কুল এড়িয়া সহ আশেপাশের বিভিন্ন যায়গায় দেখা যায়, প্রচুর নোংরা, ডাস্টবিনের ময়লা, পরিত্যক্ত স্থানের আবর্জনা, গলির মাথায় রীতিমতো ময়লার স্তুপ। সবমিলিয়ে সিটি করপোরেশন যে দায়সারা কাজ করছে, এটা বলাই যায়।

তবে সিটি করপোরেশনের দায়িত্বশীল ও পরিচ্ছন্নতা কর্মীদের সাথে যোগাযোগর চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

নিজ উদ্যোগ, নিজ খরচে এমন জনসেবা মূলক কাজের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা তুহিন বলেন, আমরা সবাই পরিবর্তন হলেই সমাজ ও দেশ পরিবর্তন হবে। শুধুমাত্র বিবেকবোধ ও দায়িত্বের যায়গা থেকেই এমন সামাজিক কার্যক্রম করছি। কারণ দিনকে দিন এডিস মশার কামড়ে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর মরদেহ বের হচ্ছে। এগুলো আমাদেরকে কষ্ট দেয়। আমি ব্যক্তি তুহিন হয়তো সারাদেশে সেবা দিতে পারবো না। কিন্তু আমার এলাকাবাসীর জন্য অবশ্যই এগুলো করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই, আমরা সকলেই সচেতন হই, আমাদের সমাজকে পরিচ্ছন্ন রাখি।”

তৌফিকুর রহমান চৌধুরী তুহিনের পাশাপাশি স্থানীয় জনগণ, যুবদল, বাঙলা কলেজ ছাত্রদলের অনেকেই এই পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয় ছিলেন। এমন জনহিতকর কার্যক্রম আগামীতেও চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন যুবদল নেতা তুহিন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm