মার্নাস লাবুশানের লেগ স্টাম্পের বাইরে পিস করা বলকে সুইপে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি। স্কোরবোর্ডে তার নামের পাশে ১০০ দেখালেও কোনো উদযাপন করছিলেন না তিনি। কয়েক সেকেন্ড রীতিমতো ধোয়াশার মধ্যে ছিলেন আসলেই সেঞ্চুরি পূর্ণ হয়েছে কিনা। খানিক পর নিশ্চয়তা পেয়ে হেলমেট খুললেন, এক হাতে হেলমেট আরেক হাতে ব্যাট নিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করলো ভারত, অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৫৩৪ রান।
দ্বিতীয় ইনিংসে আজ ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। কোহলির ১০০ ছাড়াও ১৬১ রান করেন ওপেনার যশস্বী জয়সোয়াল। এর সঙ্গে আগের ইনিংসের ৪৬ রানের লিড যোগ হয়ে দাঁড়িয়েছে ৫৩৩ রান।
এর আগে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ১০৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ফিরে এলো ভারত। এখন দেখার বিষয় অজিরা কতটুকু ফিরে আসতে পারে।