৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ রানে নেই ৭ উইকেট। তবে প্রথম ইনিংস থেকে বড় লিড পাওয়ায় স্বস্তিতেই আছে স্বাগতিকেরা। লিডসহ ক্যারিবীয়দের পুঁজি এখন ৩১৮ রান।

এন্টিগা টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করায় ১৮১ রানের লিড পায় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ ৪০ ওভারে ১৩৭/৭।

চতুর্থ দিনের (সোমবার) শুরুতেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে স্বাগতিকরা। মিকাইল লুইস আর ব্রাফেটের জুটি ভাঙতে পারতো তৃতীয় ওভারেই। তাসকিন আহমেদের বলে শাহাদাত দিপু ব্রাফেটের ক্যাচটা নিতে পারেননি।

পরের বলে আবার জীবন পান মিকাইল লুই। এবার তাসকিনের বল আঘাত আনে লুইয়ের প্যাডে। তবে ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লে দেখায় রিভিউ নিলে আউট হতেন লুই।

বেঁচে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি লুই। প্রথম ইনিংসে ৯৭ রান করা ক্যারিবীয় এবার ফিরেন মাত্র ৮ রানে। তাসকিন আহমেদের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন তিনি।

তাসকিনের হাত ধরেই আসে দ্বিতীয় সাফল্য। কিসি কার্টিকেও (৩) ফেরান তিনি। সেই উদযাপনের রেশ শেষ না হতেই পরের ওভারে সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। তার শিকার ব্রাথওয়েট (২৩)।

৩৯ রানে ৩ উইকেট হারানোর পর অ্যালিক আথানেজ ও কাভেম হজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকেরা। দু’জনের জুটিতে যোগ হয় ৫০ রান। তবে হজ ৫৮ বলে ১৫ করে ফিরলে ভাঙে জুটি। আথানেজকে থামান মিরাজ (৪২)।

দ্রুত ফিরেন জাস্টিন গ্রিভস (২)। ৯৫ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর জশুয়া ডি সিলভা ও আলজারি জোসেফ মিলে সংগ্রহ করেন ২৯ রান। সিলভাকে ২২ রানে ফিরিয়ে সপ্তম উইকেট এনে দেন তাইজুল। জোসেফ এখনো মাঠেই আছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm