লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা, মাত্র ৪২ রানে অলআউট

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

অনাকাঙ্ক্ষিত এক ইতিহাস গড়লো শ্রীলঙ্কা। যেই ইতিহাস না হলেই বোধহয় খুশি হতো এঞ্জেলা ম্যাথিউজ-কুশল মেন্ডিসরা। ডারবানে লজ্জায় ডুবেছে দলটা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র ৪২ রানে।

ডারবানে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বল হাতে স্বাগতিকদের বেশ চেপে ধরে তারা। গুটিয়ে দেয় ৪৯.৪ ওভারে মাত্র ১৯১ রানে।

তবে লঙ্কানদের হাসিমুখ বেশিক্ষণ থাকেনি। ব্যাট করতে নেমে প্রোটিয়াদের সামনে আরো নতজানু তারা। পাড়ি দিতে পারেনি অর্ধশতকও। ১৩.৫ ওভারে মাত্র ৪২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। যা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ।

একই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন পুঁজি। ২০১৩ সালে টেস্টে নিউজিল্যান্ডকে তারা অলআউট করেছিল ৪৫ রানে। শুধু তাই নয়, বলের দিক থেকেও শ্রীলঙ্কার ইনিংসটি যথেষ্ট ছোট।

এই ইনিংসে মাত্র ৮৩ বল খেলেছে লঙ্কানরা। যা গত ১০০ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন, সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৫ বলে ৩০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার হয়ে ৫ ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগে, ডাক মেরে। কেবল দুজন স্পর্শ করেন দুই অঙ্কের ঘর; কামিন্দু মেন্ডিস ১৩ ও লাহিরু কুমারা ১০।

কাগিসো রাবাদা দিমুথ করুনারত্নেকে ২ রানে বিদায় করে দেয়ার পর একাই ব্যাটন হাতে নেন ইয়ানসেন। তিনি টানা নেন পাথুম নিসাঙ্কা (৩), দিনেশ চান্দিমাল (০) ও অ্যাঞ্জেলো ম্যাথুসের (১) উইকেট।

এরপর কামিন্দু ও ডি সিলভা ১৬ রান যোগ করলে ৩২ রানে পৌঁছায় লঙ্কানরা। তবে এরপর আর কোনো রান যোগ হবার আগেই পতন হয় আরো ৪ উইকেট! এরপর লাহিরু কুমারা ১০ রান করলে ৪২ রানে পৌঁছায় শ্রীলঙ্কা।

প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো জানসেন ৬.৫ ওভার বল করে ১৩ রানে নিয়েছেন ৭ উইকেট, যা চলতি শতাব্দীতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা। কোয়েটযে নেন জোড়া উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করে অধিনায়ক টেম্বা বাভুমার ৭০ ও কেশভ মহারাজের ২৪ রানে ভর করে ১৯১ পর্যন্ত পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। আসিথা ও লাহিরু কুমারা নেন ৩টি করে উইকেট।

শ্রীলঙ্কা ৪২ রানে অল আউট হলে ১৪৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা এখন পর্যন্ত ১৮ ওভারে তুলেছে ১ উইকেটে ৬৮ রান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm