বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে ইইউ’র সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আমরা আমাদের জ্বালানি খাতের রূপান্তরে সহায়তা প্রদানের জন্য অন্যান্য দেশের সাথেও কথা বলেছি। এ বিষয়ে আপনাদের সহযোগিতাও প্রত্যাশা করছি।’

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা ও নয়াদিল্লিতে অবস্থিত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, পরিবেশ অবশ্যই তাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।

বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের শিকার উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ক্ষেত্রে আমি খুবই আগ্রহী হয়ে উঠি- তা হলো নবায়নযোগ্য জ্বালানি।’

প্রধান উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ নেপালের সাথে একটি সূচনা করতে যাচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যখন তিনি উরসুলা ভন ডার লিয়েনের সাথে কথা বলার সুযোগ পান, তখন নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছিল।

তিনি বলেন, উরসুলা ভন বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে সব ধরনের প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠকে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতরা হলেন
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সিডিএ এআই আন্দ্রে কার্সটেন্স।

নয়াদিল্লিতে ইইউ মিশনের প্রধান/প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডারহাসেল্ট, বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকভ, বাংলাদেশে নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত মারজে লুপ, বাংলাদেশে নিযুক্ত লুক্সেমবার্গের রাষ্ট্রদূত পেগি ফ্রান্টজেন, বাংলাদেশে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রোবার্ট ম্যাক্সিয়ান, বাংলাদেশে নিযুক্ত সাইপ্রাসের মনোনীত হাইকমিশনার এভাগোরাস ভ্রিওনাইডস, নয়াদিল্লিতে হাঙ্গেরি দূতাবাসের ঢাকা অফিসের প্রথম সচিব গ্যাবর জুকস, নয়াদিল্লিতে পোল্যান্ড দূতাবাসের কাউন্সেলর জারোস্লাভ জেরজি গ্রোবেরেক, নয়াদিল্লিতে পর্তুগাল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সোফিয়া বাতালহা, নয়াদিল্লিতে স্লোভেনিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইরমা সিনকোভেক, নয়াদিল্লিতে রোমানিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব রুক্সান্দ্রা সিওকানেলিয়া।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm