গেল বছর অক্টোবরে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তার আগের মাসে ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মারিয়া, তহুরারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে নিয়ে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেন। প্রত্যেকের হাতে তুলে দেন ১০ লাখ টাকার চেক।
অনূর্ধ্ব-১৬ দলে বেশ কয়েকজন সদস্য ছিলেন, যারা পরে অনূর্ধ্ব-১৮তেও খেলেছেন। ওই সময় শুধু অনূর্ধ্ব-১৬ দলকে সংবর্ধনা দেয়া হয়।
অনূর্ধ্ব-১৮ দলের ১০ ফুটবলারকে তখন সংবর্ধনা দেয়া হয়নি। সেই ১০ জনকে বৃহস্পতিবার গণভবনে ডেকে প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ ফুটবলার হলেন- রুকসানা বেগম, মাশুরা পারভীন, শিউলি আজিম, মিশরাত জাহান মেৌসুমি, মার্জিয়া, ইসরাত জাহান রত্না, সানজিদা আক্তার, মোসাম্মাত স্বপ্না, কৃষ্ঞা রানী সরকার এবং রাজিয়া খাতুন।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি উপস্থিত ছিলেন