সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ খালি

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

দেশে সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য আছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি। কর্মরত রয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। শূন্য পদ রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি একথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে চাকরি দেওয়া হয়েছে। এ সময়ে ৩৭তম বিসিএসে এক হাজার ২৫০ জন, ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৭০০ জন, ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে ২ হাজার, ৩৮তম বিসিএসে ২ হাজার ১৫১ জনকে নিয়োগ দেওয়া হয়। ৪২তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) ৩ হাজার ৯৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়। ৪০তম বিসিএসে এক হাজার ৯৩১ জনকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া চলতি বছর ৪১তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৪৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমানে ৮৪ জন সচিবের মধ্যে ১১ জন নারী। অতিরিক্ত সচিব রয়েছেন ৭৫ জন, যুগ্ম সচিব রয়েছেন ১৬৪ জন, উপসচিব রয়েছেন ৩৯৪ জন। সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন ৬৫৮ জন। এছাড়াও ৬৪ জেলার মধ্যে জেলা প্রশাসক হিসেবে ৭ জন নারী এবং ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন ১৫১ জন নারী। এসিল্যান্ড হিসেবে ৮৮ জন কর্মরত হয়েছেন। একজন বিভাগীয় কমিশনার রয়েছেন নারী। মোট ২৯ শতাংশ।

বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন বিএসআরএফ’র সহ-সভাপতি এমএ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য আসাদ আল মাহমুদ, ওবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm