ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজার সুজাইয়া এলাকায় ইসরাইলি বাহিনীর সাথে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক সঙ্ঘর্ষ হয়েছে। এতে অনেক ইসরাইলি সেনা হতাহত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংঘর্ষে ইসরাইলের দু’টি মারকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করে প্রতিরোধ যোদ্ধারা। তারা আল ইয়াসিন ১০৫ রকেট দিয়ে ওই ট্যাঙ্ক দু’টি উড়িয়ে দেয়। এ সময় কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়। এছাড়া আরো কয়েকজন নিহত হয়।
সূত্রটি জানিয়েছে, এ ঘটনায় এখনো ইসরাইলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আরো ৮৭ হাজার ৬০ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।
আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা হাজার হাজার অনাবিষ্কৃত লাশের কারণে মৃতের সংখ্যা সম্ভবত আরো অনেক বেশি হবে।
সূত্র : আল জাজিরা