শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

দায়িত্ব নেয়ার মাত্র ছয় মাস মাথায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তিনি পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি। বোর্ডের দেয়া বিবৃতি থেকে জানা যায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’র কথা বিবেচনা করে তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

হাসারাঙ্গা বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা আমার সর্বোচ্চটা সব সময়ই পাবে। সব সময়ের মতো আগামীতেও দল ও নেতৃত্বকে সমর্থন দিয়ে যাব।’

হাসারাঙ্গার ছয় মাসের নেতৃত্বে ১০টি টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ছিল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলঙ্কা। বিশ্বকাপ শেষে দলটির কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে দায়িত্ব ছেড়ে দেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন হাসারাঙ্গা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm