জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া ১৫৩ রানের টার্গেট উদ্বোধনী জুটিতে স্পর্শ করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছেন ভারতের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিল।
শনিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেটে ম্যাচ জিতলো ভারত। দু’বারই জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথমবার ২০১৬ সালের জুনে জিম্বাবুয়ের ভেন্যু হারারেতে ১০০ রানের টার্গেট ১৩ দশমিক ১ ওভারে বিনা উইকেটে স্পর্শ করেছিল টিম ইন্ডিয়া।
২-১ ব্যবধানে এগিয়ে হারারেতে চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে ৫২ বলে ৬৩ রানের জুটি গড়েন জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধভেরে ও তাদিওয়ানাশে মারুমানি। বড় ইনিংসের আভাস দিয়েও মাধভেরে ২৫ ও মারুমানি ৩২ রান করে আউট হন।
মিডল অর্ডারে দুই ব্যাটার ব্রায়ান বেনেট ৯ ও জনাথন ক্যাম্পবেল ৩ রানে আউট হলে, ভারতের বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। তার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ২টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৪৬ রান করেন রাজা। ভারতের খলিল আহমেদ ২ উইকেট নেন।
১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান জয়সওয়াল। তার ২৬ বলে ৪৭ রানের সুবাদে পাওয়ার প্লেতে ৬১ রান পায় ভারত। ২৯ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। জয়সওয়ালের হাফ-সেঞ্চুরির পর মারমুখী ব্যাটিংয়ে ৩৬ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন গিল।
দুই ওপেনারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২৮ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে ৯৩ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। ৫৩ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৫৮ রান করেন গিল। ম্যাচ সেরা হন জয়সওয়াল।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও জিম্বাবুয়ে।
সূত্র : বাসস