ইমরান খানের দলকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে জেলবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

সোমবার (১৫ জুলাই) এ ঘোষণা দিয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ জড়িত থাকায় পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তারার বলেন, ‘পিটিআই ও পাকিস্তান একসাথে চলতে পারে না।’

তিনি জানান, সরকার পিটিআইকে নিষিদ্ধ করতে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করবে।

তারারের ভাষ্য অনুসারে, ৯ মে’র সহিংসতা জড়িত থাকা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে পাকিস্তানের চুক্তির বিষয়ে প্রতিবন্ধকতা তৈরিতে পিটিআইয়ের সাবেক বা বর্তমান নেতাদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তাদের নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৯ মে’র দাঙ্গায় পিটিআই’র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি অভিযুক্ত হওয়া এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমরান খান গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm