রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দু’টি বাসে আগুন দেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পথচারীরা জানায়, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দু’টিতে আগুন দেয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে তারা আগুনের খবর পায়। পরে তিনটি ইউনিট সেখানে কাজ করে। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে।
সৌজন্যঃ দৈনিক নয়াদিগন্ত