কোটা সংস্কার আন্দোলন : ৪ শহরে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের চারটি শহরে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিজিবি সদর দফতর থেকে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, আজ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংসতা হয়েছে। ছাত্রলীগের হামলায় আজ ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm