কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগারের প্রথম ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বল হাতে হতাশ করলেও, বোলিংয়ে ভালো করেছেন আরেক বাংলাদেশী পেসার শরিফুল ইসলাম।
গতরাতে ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব-শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগার। ম্যাচটি ৩৩ রানে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগার।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। প্রথম ওভারেই শরিফুলকে আক্রমনে আনেন সাকিব। প্রথম ওভারে ৩ রান দিলেও, পরের ওভারে মেডেন নেন শরিফুল। এরপরের পরের দুই ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ফলে ৪ ওভারে ১ মেডেনে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ১৫টি ডট বল দেন শরিফুল। তবে বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
চার ব্যাটারের চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় মন্ট্রিয়েল টাইগার্স। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ২৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।
১৯০ রানের জবাবে ৮ উইকেটে ১৫৬ রান করে ম্যাচ হারে বাংলা টাইগার্স। দলের পক্ষে ৩৯ বলে ৬৪ রান করেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৬ বলে ৩ রান করেন সাকিব। নয় নম্বরে নেমে ১টি ছক্কায় ৪ বলে অপরাজিত ৮ রান করেন শরিফুল।
সূত্র : বাসস