আবারো এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আবারো এশিয়া কাপ ফিরছে বাংলাদেশে। এক দশকের বেশি সময় পর এই টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব পেয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের ১৮তম আসরের স্বাগতিক হবে টাইগাররা।

২০১২ থেকে ২০১৬ সাল নাগাদ টানা তিন এশিয়া কাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। তবে এরপর আরো তিনটা আসর মাঠে গড়ালেও আর আয়োজক হতে পারেনি বিসিবি। অবশেষে সেই অপেক্ষা ঘুচেছে।

রোববার এশিয়া কাপের পরবর্তী দুই আসরের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ২০২৫ এর এশিয়া কাপ আয়োজন করবে ভারত। আর ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ এর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।

ফরম্যাট বদলে গেলেও দুই আসরেই ১৩টি করে ম্যাচ থাকবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে টুর্নামেন্ট দু’টিতে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm