ইসরাইল হামলার হুমকি দেয়ার পর লেবাননভিত্তিক ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের অবস্থান খালি করেছে।
হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এই কথা জানিয়েছে।
ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোঁড়া রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার পর দেশটি রোববার এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়।
যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করে বলেছে, লেবাননে যেকোনো নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে।
জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।
কিন্তু গোলান মালভূমিতে এই হামলার কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে জরুরি কেবিনেট বৈঠক ডাকেন। এই সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। যা আগে কখনো তাদের দিতে হয়নি।
একইসাথে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেন এবং এর কড়া জবাব দেয়ার কথা জানান।
ইসরাইল গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার জন্যে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে।
তবে হিজবুল্লাহ ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঘনিষ্ঠ সূত্র বলেছে, হিজবুল্লাহ দক্ষিণ ও বেকা উপত্যকায় তাদের কিছু অবস্থান খালি করেছে। কারণ তারা মনে করছে এসব জায়গায় ইসরাইল হামলা চালাতে পারে।
সিরীয় সীমান্তবর্তী বেকা উপত্যকায় হিজবুল্লাহর ব্যাপক উপস্থিতি রয়েছে।
সূত্র : বাসস