বিসিবিতেও বদল চাইলেন নাজমুল আবেদিন ফাহিম

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেটের এক সূতিকাগার। সংগঠক, কোচ কিংবা কর্মকর্তা সব পরিচয়েই ছড়িয়েছেন আলো। যদিও তাকে বরাবরই থাকতে হয়েছে প্রদীপের নিচে৷ তবে এবার আলোর নিচের অন্ধকার থেকে বেড়িয়ে আলোকিত করতে চান বাংলাদেশ ক্রিকেটকে।

সাম্প্রতিক সময়ে দেশ পাড় করছে পালা-বদলের সময়। ক্ষমতা পালাবদলের সাথে বদলে গেছে অনেক কিছুই। এই সুযোগে দেশের ক্রিকেটটাকেও বদলাতে চান নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত ফাহিম।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল আবেদিন ফাহিম। এই সময় বোর্ডের একগাদা সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। কথা বলেছেন ভেতরের নানা অনিয়ম সম্পর্কে। সেই সাথে এই সমস্যা কাটিয়ে কীভাবে দেশের ক্রিকেটের উন্নতি করা যায়, সেই রূপরেখাও সাজিয়েছেন তিনি।

ফাহিম বলেন,‘এটা নিয়ে তো আমরা বছরের পর বছর চিন্তা-ভাবনা করেছি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব।’

সুযোগ হলে রূপরেখা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বসতে চান ফাহিম। তিনি বলেন, ‘সেখানে যদি ইনপুট দেয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহণ করব। যদি আনুষ্ঠানিক কিছু করি, নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেনসিভ একটা রূপরেখা নিয়ে আসতে।’

ক্রিকেট বোর্ডের দায়িত্বে যোগ্য লোকের অভাব দেখছেন ফাহিম। বলেন,‘এখানে আমরা অনেক সেলিব্রেটিকে দেখতে পাই। কাজের মানুষদের দেখি না।’ আমরা তো চাই এমন একটা বোর্ড, যেখানে ভালো একজন লিডার থাকবে। যার ভিশন থাকবে, যার মধ্যে বড় স্বপ্ন থাকবে। সে জন্য স্বচ্ছতা বা জবাবদিহি থাকা প্রয়োজন। সেরকম অনেক মানুষই আমাদের দেশে আছে। কিন্তু অনেক দিন ধরে তআরা কোনো কাজ করার সুযোগই পাননি।’

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm