গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

গাজায় পণবন্দীদের মুক্তি, গাজাবাসীকে রক্ষা এবং বড় আকারের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতি ও শুক্রবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে টেলিফোনে আলাপকালে ম্যাক্রোঁ এসব কথা বলেন।

ফোনালাপে ম্যাক্রোঁ ও দুই আরব নেতা দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে সঙ্কটের স্থায়ী ও বিশ্বাসযোগ্য সমাধানের জন্য কাজ চালিয়ে যেতে সম্মত হন।

এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে একটি রাজনৈতিক কাঠামো নির্ধারণে আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদারদের সাথে সহযোগিতার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ম্যাক্রোঁ।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm