তেল আবিবে হামাসের রকেট হামলা

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ইসরাইলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, সম্প্রতি গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল। এ সময় তারা অনেক ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুতও করেছিল। এর প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত রকেট এম-৯০ শ্রেণির অন্তর্ভুক্ত। এর রেঞ্জ ছিল ৯০ কিলোমিটার পর্যন্ত।

এই হামলার কথা স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তারা বলেছে, গত কয়েক মাসের মধ্যে তেল আবিবে এটাই ছিল হামাসের প্রথম আক্রমণ।

সূত্র : আল জাজিরা ও টাইমস অফ ইসরাইল

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm