ভারতে পা রাখার আগেই নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ। ক্রিকেটারদের ওপর হামলার হুমকি ভারতীয় হিন্দুদের। গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিল চেয়ে দাবি তুলেছে ভারতের রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।
আগামী মাসে ভারতের বিপক্ষে দু’টি টেস্ট ও অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। গোয়ালিয়ারে ৬ অক্টোবর টি-টোয়েন্টির প্রথম ম্যাচ। তবে ওই ম্যাচ নিয়ে শঙ্কার খবর জানিয়েছে ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআই।
গোয়ালিয়ারে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির বিরোধিতা করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। ধর্মীয় কারণে সাকিব-মুশফিকদের তাদের মাটিতে আতিথ্য দিতে দলটির বড্ড অনীহা। যেকোনো উপায়ে ম্যাচ বাতিলের হুমকি দিয়ে রেখেছে তারা।
ভারতীয় হিন্দুরা বরাবরই নানা কারণে, নানান সময়ে ভয়াবহ বিদ্বেষী হয়ে উঠে। এবার তারা ফুঁসে উঠেছে বাংলাদেশ নিয়ে। ‘বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে’ দাবি তুলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট খেলতে না দেয়ার হুমকি তাদের।
মূলত শেখ হাসিনা সরকার পতনের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে বাংলাদেশী হিন্দুদের ওপর নির্যাতনের খবর। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে উঠে আসে সেসবের প্রায় সবই ছিল গুঞ্জন। এমনকি যেখানে যেখানে হামলার কথা বলা হচ্ছে ভারতীয় মিডিয়ায়, তারা তা নিজেরাও জানেনা!
তবে এরই জের ধরে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে হতে দিতে চায় না হিন্দু মহাসভা। সংগঠনের সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি যোগ করেন, ‘কিন্তু হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। কোনোভাবেই বাংলাদেশকে গোয়ালিয়রে খেলতে দেয়া যায় না। যেকোনো কিছুর বিনিময়ে তাদের প্রতিরোধ করতে প্রস্তুত আমরা।’