ছাত্র-জনতার আন্দোলনে যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ আদেশ দেন।
গ্রেফতার আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে এদিন আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী থেকে সোহায়েলকে আটক করা হয়। পরে পল্টন থানার ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।