টিএসসিতে জায়গা নেই, ত্রাণের নতুন ভেন্যু শারীরিক শিক্ষাকেন্দ্র

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য টিএসসিতে আসা ত্রাণ রাখার মতো আর জায়গা না হওয়ায় ত্রাণ সংগ্রহের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে ত্রাণসামগ্রী জমা দিতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। তবে নগদ অর্থসহায়তা টিএসসিতেই নেওয়া হচ্ছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতেও ব্যাপক সাড়া পড়েছে। রাত আটটার দিকে দেখা যায়, ত্রাণসামগ্রী রাখার মতো টিএসসিতে আর জায়গা নেই। তখন ভেন্যু পরিবর্তন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন জানিয়েছেন, বিকেল পাঁচটা পর্যন্ত যত টাকা জমা হয়েছে, তা গণনা করে মোট ১ কোটি ২৪ লাখ ৪৮ হাজার টাকা পাওয়া গেছে। গণনার কাজ চলছে, অর্থ সংগ্রহও চলমান।

ত্রাণ সংগ্রহের পাশাপাশি টিএসসিতে দুপুরের পর থেকে প্যাকেজিংও শুরু হয়েছে। রাতে ট্রাকে করে ত্রাণ পাঠানো হবে দুর্গত এলাকায়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm