‘সিরিজ সেরা’ না হলেও সেই রিকশাচালকের পরিবারকে সাহায্য করতেন মিরাজ

নিজস্ব প্রতিবেধক
  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ এবারের পাকিস্তান সফরে জোড়া ইতিহাস গড়েছে। দেশটির মাটিতে সব সংস্করণ মিলিয়ে প্রথম ম্যাচ জয়ের পর সিরিজও জিতেছে টাইগাররা। এবার যখন পাকিস্তান সফরে যায় তারা তখন ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। যাতে শিক্ষার্থীসহ মারা যায় হাজারের অধিক সাধারণ মানুষ। এর মধ্যে পাকিস্তানে সিরিজ সেরা হন মেহেদী হাসান মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই সিরিজসেরার প্রাইজমানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দেন এই অলরাউন্ডার। আর দেশে ফিরে জানালেন সিরিজ সেরা না হলেও সাহায্য করতেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষের পর নিজের মতো বাংলায় কিছু কথা বলার অনুমতি চান মিরাজ। এরপর সিরিজসেরার প্রাইজমানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্য সিরিজ হয়েছি। সম্প্রতি আমাদের দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে অনেকে শহীদ হয়েছেন।

এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান। এই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই।’ তবে মিরাজ প্রথম টেস্ট চলাকালেই সিদ্ধান্ত নেন রিকশাচালকের পরিবারের জন্য কিছু করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেন, ‘প্রথম টেস্টের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম একটা ছেলে কান্না করছে। ছেলেটার বয়স আমার ছেলের বয়সের মতোই। “আমার বাবা মারা গেছেন নামাজ পড়তে গিয়ে, গুলি খেয়ে মারা গেছেন, আমি রক্ত দেখেছি। আমার বাবা ফিরে আসে না”-ওই কথাগুলো আমার এখনো কানে বাজে।’ সিরিজ সেরা না হলেও দেশে ফিরে ওই রিকশাচালকের পরিবারকে সাহায্য করতেন মিরাজ। তিনি বলেন, ‘ম্যান অব দ্য সিরিজ হবো কি না, তা তো জানতাম না। তবে দেশে এসে ওদের সাহায্য করবো, সেটা তখনই নিয়ত করেছি। যেহেতু ম্যান অব দ্য সিরিজ হয়েছি, সেটাই আমি উৎসর্গ করে দিয়েছি।’ পাকিস্তানে টেস্ট জয়ে বড় অবদান রাখেন মিরাজ। সিরিজে মাত্র দুই ইনিংসে ব্যাট হাতে ১৫৫ রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ১০ উইকেট। দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন কুমার দাসের সঙ্গে ১৬৫ রানের ঐতিহাসিক জুটি গড়েন। যেখানে তার ব্যাট থেকে আসে ৭৮ রান। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিতেও ভূমিকা রাখেন মিরাজ, নেন ৫১ রানে ৫ উইকেট।

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
LifePharm