বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ‘মৈত্রী দিবস’ উপলক্ষে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরতাকে আরো শক্তিশালী করতে হবে।’
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দশ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ভার্মা এ উপলক্ষটিকে একটি মাইলফলক এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের পথনির্দেশক অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন।
হাইকমিশনার বলেন, উভয় দেশেরই একে অপরের অগ্রগতি ও সমৃদ্ধিতে গভীর অংশীদারিত্ব রয়েছে। তিনি দু’ দেশের জনগণকে এ সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ রক্ষক হিসেবে যুবকদের ভূমিকার ওপর বিশেষভাবে জোর দেন রাষ্ট্রদূত।
সূত্র : বাসস