গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামী নজির হোসেন আকন্দের (৭৫) মৃত্যুর খবর শুনে তার স্ত্রী রশিদা বেগমও (৬০) মারা গেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হাট লক্ষিপুর গ্রামের মেয়ের বাড়িতে নজির হোসেন আকন্দের মৃত্যু হয়।
এ সময় স্বামীর মৃত্যুর খবর শুনে তার স্ত্রী রশিদা বেগম অসুস্থ হয়ে পড়লে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নজির হোসেন আকন্দের নাতি হাফিজুর রহমান বলেন, ‘আমার দাদা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছিলেন। ইতোমধ্যে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এক সপ্তাহ আগে মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে সোমবার বিকেলে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর শুনে স্ত্রী রশিদা বেগমও হৃদরোগে আক্রান্ত হয়ে চার ঘণ্টা পর মারা যান।’
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।