কবে বিয়েরপিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা!
যুগান্তর ডেস্ক
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির বড় মেয়ে আকসার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির বিয়ের কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল।
কিন্তু এখনই হচ্ছে না তাদের শুভ পরিণয়। ২০ বছরের আকসা পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করবেন।
আর শাহিন ব্যস্ত পাকিস্তানের হয়ে টি২০ বিশ্বকাপে। দেশকে বিশ্বকাপ দেওয়াই তার এখন লক্ষ্য।
এবারের টি২০ বিশ্বকাপে ঝড় তুলেছেন শাহিন। ভারতকে প্রায় একাই শেষ করে দিয়েছিলেন তিনি। কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিন উইকেট নেন শাহিন শাহ।
শাহিনের সঙ্গে মেয়ে আকসার বিয়ের কথা জানিয়েছিলেন শহিদ আফ্রিদি নিজেই। জানিয়েছিলেন তার পরিবারের সঙ্গে শাহিনের কোনো রক্তের সম্পর্ক নেই।
আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আকসাই সবচেয়ে বড়। আকসা ছাড়া বাকি মেয়েরা হলেন— আনশা, আজওয়া, আসমারা এবং আরওয়া।
বাবার খেলা দেখতে মাঝেমধ্যেই মাঠে আসতেন আকসা। খেলার প্রতি তার টান ছোটবেলা থেকেই।